হঠাৎ দেশে ফিরলেন সাকিব, অনুশীলন করলেন মিরপুরে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

আগের দিন মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে টিম বাংলাদেশ। পুরো ম্যাচে সাকিব ছিলেন একেবারেই নিষ্প্রভ। ব্যাটেবলে পুরোপুরি ব্যর্থ। যে কারণে সমালোচনারও শিকার হন বাংলাদেশ অধিনায়ক। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই গতকাল সকালে ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান।

দুপুরে মিরপুর শেরে বাংলার ইনডোর স্টেডিয়ামে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে নিবিড় অনুশীলন করলেন তিনি। জানা গেছে আগামীকাল ২৭ অক্টোবর কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনেই নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর গতকালই কলকাতায় চলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল।

এবারের বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব। একটি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে। বাকি চার ম্যাচে তার রান তোলার গড় ২৪। মোট রান করেছেন ৫৬। সর্বোচ্চ ৪০ রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ওভার প্রতি ৫.৫৪ রান করে দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি সাকিব। তবে গতকাল হঠাৎ করে কেন সাকিব দেশে ফিরলেন তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। অনেকেই রসিকতা করে বলেছেন আবার কোন শ্যুটিং নেইতো। তবে একটা বিষয় সাকিবসহ অনেকেই বিশ্বাস করেন যখনই তাদের খারাপ সময় যায় তখনই তারা তাদের শৈশবের কোচ সালাউদ্দিনের কাছে ছুটে যান। যাতে কিছুটা মানসিক সাপোর্ট পান। সাকিব কি তাহলে সে মানসিক সাপোর্টের জন্যই চলে এসেছেন। যদিও সালাউদ্দিন সাকিবদের বেশ যত্ন নেন। তবে সাকিব আজ অনুশীলন করবেন কিনা তা জানা যায়নি। তবে মানসিক সমর্থন হোক বা আর যাই হোক সাকিব যত তাড়াতাড়ি ছন্দে ফিরবেন ততই বাংলাদেশ দলের জন্য মঙ্গল।

পূর্ববর্তী নিবন্ধখ্যাতিমান চিকিৎসক ডা. রিদওয়ান উর রহমানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধনাহিদার রেকর্ডে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা