হঠাৎ তুমি এলে

ফারিহা জেসমিন ইসলাম | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:৫৮ পূর্বাহ্ণ

অপেক্ষার প্রহর শেষ

তুমি এসে দাঁড়ালে আমার পাশে।

কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিলে

ডানহাতের দুটি আঙুল।

আমার খোঁপায় গুঁজে দিলে

একটি মৃত গোলাপ।

তোমার ঐটুকু স্পর্শ আমাকে ছুঁয়ে যাবে বলে

স্বপ্ন দেখেছি কত যুগের পর যুগ!

একদিন ঘুম ভেঙে দেখি

নক্ষত্রেরা এসে চুরি করে নিয়ে গেছে

আমার সমস্ত সুখ।

সেদিন দিগন্তের ঠিকানায় পাঠিয়েছি চিঠি

ফেরত চাই বহুগুণে

মেঘে মেঘে যা হারিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধমাঠ পরেছে রোদের নূপুর
পরবর্তী নিবন্ধছায়া