হঠাৎ টেক্সির সামনে ঘোড়া, ছিটকে পড়ে যাত্রী নিহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাবুর্চির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামরাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. জামাল উদ্দিন (৫০) রানীরহাট আলআমিন হামেদিয়া ফাজিল মাদ্রাসার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়িও একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকার আব্দুল জলিলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল বারেক বলেন, নিহত জামাল রাতে হাকিমনগর থেকে রানীরহাট ফাজিল মাদ্রাসায় যাচ্ছিলেন। সিএনজিচালিত টেক্সিযোগে হাকিমনগর ব্রিকস ফিল্ডের সামনে এলে তাদের গাড়ির সামনে হঠাৎ দুটি ঘোড়া চলে আসে। গাড়ির চালক দ্রুত ব্রেক করলে সামনের সিটে বসা বাবুর্চি জামাল ছিটকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা নিকটস্থ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়া দুটির ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য বারেক আরও বলেন, অজ্ঞাত মালিকানাধীন ঘোড়া দুটি হাকিমনগর এলাকা ও সড়কের আশেপাশে ঘুরাঘুরি করতে প্রায় সময় দেখা যায়। বিভিন্ন সময় সড়ক থেকে ঘোড়া দুটিকে সড়িয়ে দেয়া হলেও পরবর্তীতে আবার সড়কে এসে যায়। বিষয়টি দুঃখজনক। আমরা ঘোড়া দুটির মালিককে খুঁজছি।

নিহত জামালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা আরোপের বিকল্পও হাতে রেখেছে যুক্তরাষ্ট্র, যথাসময়ে প্রয়োগ : মিলার
পরবর্তী নিবন্ধরেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা, তরুণের মৃত্যু