পরনে লাল শাড়ি, গা ভর্তি সোনার গহনা, মাথা ভরা সিঁদুর ও শোলার মুকুট- বেশ কিছু স্থিরচিত্রে এমনরূপে দেখা যায় ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পার্নো মিত্রকে।
তবে হঠাৎ বধূবেশে কেন ক্যামেরাবন্দি হলেন পার্নো মিত্র? কারণ ব্যাখ্যা করে পার্নো মিত্র বলেন- ফটোশুটের জন্য এভাবে সেজেছি। এই সাজ ‘দেবী’ সিনেমার অনুপ্রেরণা বলতে পারেন। পুরো ভাবনাটাই গৌরবের। কাজটি করে বেশ ভালো লেগেছে।
১৯৬০ সালে সত্যজিৎ রায় নির্মাণ করেন ‘দেবী’। এতে দয়াময়ীর চরিত্রে অভিনয় করেন শর্মিলা ঠাকুর। এ সিনেমায় শর্মিলা ঠাকুর এমনরূপে হাজির হয়েছিলেন। ছোট পর্দার কাজ শেষ করে ব্রেক নিতে চান পার্নো মিত্র। খুব শিগগির ছুটিতে যাবেন তিনি। পার্নো মিত্র বলেন, ‘এই ছুটিটা খুব স্পেশাল। কারণ অনেকদিন পর বোনের সঙ্গে সময় কাটাব।’ বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে। আরো কিছু কাজের বিষয়ে কথাবার্তা চলছে।