হঠাৎ অসুস্থ সাবেক এমপি নদভী, নেওয়া হলো চমেক হাসপাতালে

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা লোহাগাড়া-সাতকা‌নিয়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোঃ নেজাম উ‌দ্দিন নদভীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (১৩ এ‌প্রিল) বিষয়‌টি নি‌শ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার ইকবাল হোসেন।

তি‌নি বলেন, সাবেক এমপি নদভীর ডায়াবে‌টিস, রক্তচাপ, দুর্বলতাসহ ৪/৫ টি রোগ রয়েছে। শরী‌রিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ সকালে চট্টগ্রাম মে‌ডিকে‌ল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবারও ৪০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন কে আটক করলো কোস্ট গার্ড ও র‍্যাব
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখে চট্টগ্রামের ব‌ন্দিরাও পাবেন পান্তা ই‌লিশ