হটলাইনের অভিযোগে পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

দালালদের দৌরাত্ম্যের প্রমাণ মিলল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

সেবার বিপরীতে ঘুষ দাবি করা হয়েছে, হটলাইনে (১০৬) এমন অভিযোগ পেয়ে নগরের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম। এসময় দালালদের দৌরাত্ম্যের প্রমাণ পায় দুদক।
গতকাল দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালত আবু সাইদ। অংশ নেন উপ-সহকারী পরিচালক মাহমুদা বেগম।
এ বিষয়ে দুদকের ভেরিফাইড ফেসবুক পেইজে বলা হয়, পাঁচলাইশ আঞ্চলিক পাসর্পোট অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকের পাসর্পোট সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম অভিযান পরিচালনাকালে দালালদের দৌরাত্ম্যর প্রমাণ পায়। পাসপোর্ট অফিসে কর্মরত আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সাথে দালালদের যোগসাজশও দুদক টিম শনাক্ত করে। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে অভিযানিক টিম।
প্রসঙ্গত, গতকাল পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ছাড়াও ঢাকা ও যশোরেও এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে জায়গা খুঁজছি : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাল্টে যাচ্ছে মাতারবাড়ি