হটপটের ভেতর ১৪ হাজার ইয়াবা

টেকনাফে দুই ব্যক্তি আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

টেকনাফ ও সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আশিক আহমেদের নেতৃত্বে টেকনাফ ঘাট এলাকায় পরিচালিত অভিযানে হটপটের ভেতর থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, খাবারের হটপট হাতে নিয়ে বাজারের দিকে আসছিল দুই ব্যক্তি। কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাদের ধাওয়া করে ধরে আনার পর হটপটের ভিতরে লুকানো অবস্থা থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অপরদিকে একই রাতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন এলাকায় অপর এক অভিযান পরিচালনাকালে দুই ব্যক্তিকে বনের ভিতর থেকে আসতে দেখা যায়।
তাদের থামার সংকেত দিলে দুই ব্যক্তি উল্টো বনে গিয়ে গা ঢাকা দেয়। কোস্টগার্ড সদস্যরা বনের কেয়াগাছের শেকড়ের ভিতর থেকে ব্যাগভর্তি ৭ হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত দুই ব্যক্তিকে টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধরাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী আজ