হজ শেষে দেশে ফিরেছে ৪১৬ জন হাজিদের প্রথম দল। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। খবর বিডিনিউজের।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ৪১৬ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট রাতে শাহজালালে অবতরণ করেছে। অন্যান্য এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার (আজ) থেকে। ফ্লাইনাসের প্রথম ফ্লাইট ঢাকায় নামবে শুক্রবার মধ্যরাতে। আর সৌদি এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটও শুক্রবার আসবে।
এর আগে তিনি জানান, হাজিদের ফেরা নির্বিঘ্ন করতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হজ ফ্লাইটের সূচি অনুযায়ী বিমানবন্দরে অতিরিক্ত দুটি গ্রিন চ্যানেল (কাস্টম জোন) করা হয়েছে। জমজমের পানি সংগ্রহের জন্য বরাবরের মতই আলাদা জায়গা রাখা হয়েছে। এছাড়া উড়োজাহাজ থেকে নেমে ব্যাগ-স্যুটকেস সংগ্রহ করে সেটি বহনে যাতে ‘ট্রলি’ সমস্যায় যাতে পড়তে না হয়, সেজন্য ‘বিশেষ’ তদারকি থাকবে বলে জানান তিনি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, হাজিরা যাতে নির্বিঘ্নে বিমানবন্দর থেকে বের হতে পারেন, সেজন্য নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ও ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে।












