হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

চলতি বছরের হজ ফ্লাইট ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আগামী ৩১ মে পর্যন্ত ফ্লাইট চলবে বলে গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশ থেকে এ বছর হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন। নিবন্ধন কম হওয়ায় এবারও কোটা পূরণ হচ্ছে না। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের (১৪৪৬ হিজরি) হজ ৫ জুন অনুষ্ঠিত হতে পারে। আগের বছরের মতো এবারও হজযাত্রীদের অর্ধেক পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান এবং বাকি অর্ধেক বহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। খবর বিডিনিউজের।

গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভায় হজ ফ্লাইট শুরুর তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর ৫০ শতাংশ (৪৩,৫৫০ জন) এবং সৌদিয়া এয়ারলাইন্স ৩৫ শতাংশ ও ফ্লাইনাস এয়ারলাইন্স অবশিষ্ট ১৫ শতাংশ যাত্রী বহন করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮ শত ২০ টাকা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইন্স, হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হজ পরিবহন সুষ্ঠুভাবে পরিচালনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাস্কফোর্স ও মনিটরিং কমিটি গঠন করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিস্ট্রেশন করা বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোড করা, হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজযাত্রীদের পরিবহন সেবা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নেওয়ার কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। তবে আগের বছরের মতো এবারও প্রায় ৩৩ শতাংশ কোটা পূরণ হয়নি। ২০২৪ সালে হজে যান ৮৫ হাজার ২৫৭ জন। এবার তা কিছুটা বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের পরিপত্র জারি
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ