সৌদি আরবে ঘর ভাড়া, মুয়াল্লিম ফি বৃদ্ধি, মুদ্রার তারতম্যের সাথে হাজীদের অযৌক্তিক ফ্লাইটের ভাড়া বৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উপরোক্ত মন্তব্য করে হজ ফ্লাইটের অত্যধিক ভাড়া কমানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, চলতি হজ মৌসুমে বিমানের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। যা গত মৌসুমে ছিল ১ লাখ ৩৮ হাজার টাকা। অর্থাৎ গত মৌসুম থেকে এবার বিমানের ভাড়া বৃদ্ধি করা হয়েছে প্রায় ৫৯ থেকে ৬০ হাজার টাকা যা হজযাত্রীদের জন্য মরার উপর খাঁড়ার ঘা। সুজন বলেন, হজের আকুলতা থাকলেও করোনার কারণে সৌদি সরকার গতবার স্বল্পসংখ্যক মুসল্লিদের হজ করার সুযোগ দিয়েছে। বর্তমানে সে সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনে উন্নীত হয়েছে। কিন্তু বিমান ভাড়া যদি কমানো না হয় তাহলে বাংলাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা হজে যেতে প্রতিবন্ধকতার মধ্যে পড়বেন। তাই অবিলম্বে হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে টেকনিক্যাল কমিটি গঠন করে হজযাত্রীদের ভাড়া সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেন খোরশেদ আলম সুজন। প্রেস বিজ্ঞপ্তি।