হজ্বযাত্রী কল্যাণ পরিষদের মতবিনিময় সভা

| বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

হজ্বযাত্রী কল্যাণ পরিষদের এক মতবিনিময় সভায় গতকাল ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ধর্ম বিষয়ক উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশ থেকে সাগরপথে হজযাত্রী প্রেরণে প্রাথমিকভাবে সম্মতি করায় হজ্বযাত্রী কল্যাণ পরিষদ অন্তর্বর্তীকালীন এবং সৌদি সরকারকে ধন্যবাদ জানান। হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী ও মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম এক বিবৃতিতে বলেন, সাগরপথে হজযাত্রী প্রেরণে দীর্ঘদিনের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পূরণ হতে যাচ্ছে যা বাংলাদেশী হজযাত্রীদের জন্য নিঃসন্দেহে একটি বিরাট সুসংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সুপারিশ থাকবে এখন থেকে সাগরপথে হজযাত্রী প্রেরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং পাহাড়তলী হাজী ক্যাম্প জরুরি ভিত্তিতে মেরামত করে হজ্বযাত্রীদের বিভিন্ন দুর্ভোগ নিরসনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ফুল
পরবর্তী নিবন্ধপটিয়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই দুই বসতঘর