হজ্বযাত্রী কল্যাণ পরিষদ আয়োজিত প্রজেক্টরের মাধ্যমে হজ্ব প্রশিক্ষণ ও সেমিনার আগামী ৬ মে (শনিবার) সকাল ৯ টা হতে মহানগরীর স্টেশন রোড়স্থ পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকতে অনুষ্ঠিত হবে। এতে প্রজেক্টরের মাধ্যমে বর্তমান অবস্থার আলোকে প্রশিক্ষণ দিবেন মুহাম্মদ তানভীর হোসেন। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, বাংলাদেশ বিমানের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে এক প্রস্তুতি সভা স্টেশন রোডস্থ হোটেলের হল রুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা. আবদুল করিম। ডা. সালেহ আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. এ. কে.এম সাইফুদ্দীন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, অধ্যাপক যাহেদুর রহমান যাহেদ, অধ্যক্ষ ডা. মো. নুুরুল আমিন, অ্যাডভোকেট মো. ছমি উদ্দিন, মুহাম্মদ নঈম, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, অ্যাডভোকেট মুহাম্মদ ইলিয়াস, আলহাজ্ব মুহাম্মদ শরীফ, আখতার হোসেন, মুহাম্মদ ইউসুফ, হুমায়ুন কাদের খান খসরু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।