সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে নিবন্ধন করা ব্যক্তিদের ৩১ ডিসেম্বরের মধ্যে বাকি টাকা জমা দিতে বলেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ নির্দেশনা তুলে ধরা হয়। মন্ত্রণালয় বলেছে, হজ প্যাকেজ ও গাইডলাইন অনুযায়ী প্রাথমিক নিবন্ধনকৃত হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সব টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এর মধ্যে টাকা জমা না দিলে হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। প্রথম দফায় ১২ অক্টোবর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সুযোগ ছিল। পরে সময় বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সময় দেওয়া হয়। বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যেতে আগ্রহী, তাদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। আর সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৫০ হাজার টাকা। সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা। আর সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ–১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। আর হজ প্যাকেজ–২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা ও হজ প্যাকেজ–৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা খরচ ধরা হয়েছে।
এছাড়া ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।












