আগামী বছর হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা বেধে দিয়েছে সরকার। গতকাল বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ১২ অক্টোবরের মধ্যে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সারতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না। খবর বিডিনিউজের।
বাংলাদেশ থেকে আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে সেবছরের মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হবে।