হজের নিবন্ধন শেষ হচ্ছে আজ, খোলা থাকবে ব্যাংক

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে পবিত্র হজের নিবন্ধন আজ শনিবার শেষ হচ্ছে। তাই নির্বিঘ্নে হজ কার্যক্রম সম্পাদনে আজ সাপ্তাহিক ছুটির দিনও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। গতকাল শুক্রবার রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের।
সরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধন সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজের নিবন্ধন শনিবার শেষ হবে। প্রাক নিবন্ধনের ক্রমিক ২৯৪৬২ এর মধ্যে থাকা হজ যাত্রীদের উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শনিবার হজকার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলা থাকবে। করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের মুসলমানরা। হজের ফ্লাইট আগামী ৫জুন থেকে শুরু হয়ে শেষ হবে ৩ জুলাই। আর ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে এবার ৮ জুলাই হজ হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকোনো জুটিই পারেনি আলো জ্বালাতে
পরবর্তী নিবন্ধ৩৯৫ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস