হজের নিবন্ধন কোন জেলায় কত, জানাল ধর্ম মন্ত্রণালয়

১০ হাজার ৬২ জন হজযাত্রী নিয়ে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চলতি বছর হজে যেতে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৪৮৬ জন। এ সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি হজযাত্রী নিবন্ধিত হয়েছেন ঢাকা জেলায়। যা মোট নিবন্ধনের প্রায় অর্ধেক। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। অন্যদিকে সবচেয়ে কম নিবন্ধিত হয়েছেন বান্দরবানে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বাংলানিউজের।

মঙ্গলবার জেলাভিত্তিক হজযাত্রীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তাতে দেখা গেছে, ঢাকা জেলায় মোট ৫৫ হাজার ৯ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। বান্দরবান থেকে মাত্র দুইজন হজযাত্রী নিবন্ধন করেছেন। বান্দরবানের পরে সবচেয়ে কম নিবন্ধিত হয়েছেন পিরোজপুর জেলার। ১০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন সে জেলার। এরপর বরগুনা ১০৩ জন, কক্সবাজার ১১২ জন এবং মেহেরপুর থেকে ১২৭ জন নিবন্ধন করেছেন। সবচেয়ে কমের দিক থেকে গোপালগঞ্জের অবস্থান ৬ষ্ঠতে। ১৩৪ জন নিবন্ধিত হয়েছেন এবার। সবচেয়ে বেশি নিবন্ধনের দিক থেকে সবার প্রথমে ঢাকা জেলা। ঢাকার মোট ৫৫ হাজার ৯ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরপরেই আছে চট্টগ্রাম, ১০ হাজার ৬২ জন। তৃতীয় অবস্থানে বগুড়া, ৩ হাজার ৬৪২ জন। চতুর্থ অবস্থানে থাকা কুমিল্লা থেকে এবার হজে যেতে ইচ্ছুক ৩ হাজার ১৪৯ জন। ময়মনসিংহের ২ হাজার ৮৬৬ জন চলতি বছরের হজযাত্রী হতে চান।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকদের কাছে পাঠানো তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজযাত্রী এক লাখ ১৯ হাজার ৪৮৬ জন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ৩৯ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৯ হাজার ৪৪৭ জন নিবন্ধন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআজ নাগরিক ঐক্যের আলোচনা অনুষ্ঠান