হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ১৬ অক্টোবর পর্যন্ত

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ৩ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে এ পত্রে বলা হয়েছেবিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হলো। হজে গমনেচ্ছুদের এ সময়ের মধ্যে নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। খবর বাসসের।

প্রসঙ্গত, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর ২০২৫ হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিন
পরবর্তী নিবন্ধসনজিত মজুমদার