করোনাপূর্ব অবস্থায় ফিরছে মুসলমানদের হজ। এবার হজযাত্রীর সংখ্যা সীমিত রাখছে না সৌদি আরব। করোনার কারণে গেল তিন বছর হজযাত্রীদের সংখ্যা সীমিত করেছিল দেশটি। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল–রাবিআহ গত সোমবার সন্ধ্যায় বলেন, আমি দুটি সুখবর দিচ্ছি। এর একটি হলো, হজযাত্রীর সংখ্যা করোনার আগের অবস্থায় ফিরছে। বয়সের কোনো বিধিনিষেধ থাকছে না। খবর বাংলানিউজের।
২০১৯ সালে ২ দশমিক ৪ মিলিয়ন লোক হজে অংশ নেন। ২০২০ সালে হজযাত্রীদের সংখ্যা কমানো হয়। ২০২১ সালে সৌদি আরবের ৬০ হাজার বাসিন্দা হজ পালন করেন। গেল বছর ৯ লাখ লোক হজে অংশ নেন। এ সময় ৬৫ বছরের কম বয়সীরা টিকা নেওয়ার শর্তে হজ পালন করতে পারেন।