হচ্ছে নতুন স্টেশন, স্মৃতিচিহ্ন হয়ে পুরনোটি কি থাকবে

দোহাজারী রেলস্টেশন

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৫ জুন, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আসাম বেঙ্গল রেলওয়ে ১৯৩১ সালে ষোলশহরদোহাজারী রেললাইনটি চালু করে। এটি ষোলশহরদোহাজারী লাইনের সর্বশেষ স্টেশন। অনেক স্মৃতি বিজড়িত এই দোহাজারী রেলওয়ে স্টেশনটি এখন নতুনের আগমনে হারিয়ে যাওয়ার প্রহর গুনছে।

জানা যায়, ট্রান্স এশিয়ান রেলওয়ে প্রকল্পের আওতায় দোহাজারী থেকে রেললাইন বর্ধিত করে পর্যটন নগরী কঙবাজার ও টেকনাফের ঘুমধুম পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা নেয় সরকার। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০১৮ সালে বর্তমান সরকার দোহাজারীকক্সবাজার রেললাইনের নির্মাণ কাজ শুরু করে। ইতোমধ্যে এ লাইনের প্রায় ৯০% কাজ শেষ হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে কক্সবাজারে রেল নেয়ার পরিকল্পনা নিয়ে দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে। এ লাইনে প্রাচীন দোহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন আরেকটি অত্যাধুনিক নতুন রেলওয়ে স্টেশন নির্মাণ করা হচ্ছে। শেষ হতে চলেছে প্রায় শত বছরের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনের কার্যক্রম। অনেক প্রবীণ মানুষ জানান, পুরোনো এই রেলওয়ে স্টেশনটি দোহাজারীসহ এ অঞ্চলকে নানাভাবে পরিচিত করেছে। স্থানীয় সংবাদকর্মী গৌতম দাশ বলেন, নতুন রেলওয়ে স্টেশন চালু হলেও গৌরবময়, ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত পুরোনো রেলওয়ে স্টেশনটি যেন কালের স্বাক্ষী হিসেবে রেখে দেওয়া হয় সেই দাবিই জানাচ্ছি রেলওয়ে কর্তৃপক্ষের নিকট।

পূর্ববর্তী নিবন্ধভিসা জটিলতা, ৯০ হজ এজেন্সিকে শোকজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের শর্ট প্যাকেজের হজযাত্রীদের সাথে বিমানের আচরণে সুজনের ক্ষোভ