হকি লিগে বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাবের বড় জয়

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৯:১২ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাব ১৩-০ গোলে কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের শাকিল ৪টি, এরশাদ ও মিনহাজুর রহমান ৩টি করে, সাদী ২টি ও এমদাদুল হক ১টি গোল করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাবের শাকিল। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন নিজু। দিনের অপর খেলাটিতে শতদল জুনিয়র এর সাথে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করে। শতদলের পক্ষে গোল করেন কামরুল এবং ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের পক্ষে গোল করেন মিজবাহুর রহমান। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শতদল জুনিয়র দলের ধ্রুব। তাকে ক্রেস্ট প্রদান করেন শতদল ক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল মোমেন বাবু।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দাবা বাছাই চ্যাম্পিয়নশিপের ৪র্থ রাউন্ড সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রেস ক্লাব ক্রীড়ায় টিটি এককে উমর ফারুক দ্বৈতে সালাউদ্দিন-সেলিম চ্যাম্পিয়ন