হকি লিগে দল কিনছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

হকির জনপ্রিয়তা ফেরাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে ফেডারেশন। এবার ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট শুরু করছে হকি ফেডারেশন। ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে দল কেনার আগ্রহ প্রকাশ করেছে সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট। মোনার্ক মার্ট ছাড়াও একমি গ্রুপ, ওয়ালটন গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। এ লিগে মোট ৩৪ ম্যাচ হবে। ৩৪টি ম্যাচই টি-স্পোর্টসে সরাসরি সমপ্রচার করার কথা। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘৫ সেপ্টেম্বর এসিইয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর অনেক বিষয় চূড়ান্ত হবে। তিনি আরও বলেন, ‘ক্রিকেটের বিপিএলের মতো এখানও থাকবে প্রতি দলে আইকন, এ প্লাস ও বিভিন্ন ক্যাটাগরি। প্রতি দলে ৪-৫ জন বিদেশি খেলোয়াড়ও থাকার কথা।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপে আরো ১২টি খেলার নিষ্পত্তি
পরবর্তী নিবন্ধজিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ কাল শুরু