হকি কেন্দ্রের বর্ষসেরা ইয়াছিন আরাফাত

| সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

হকি কেন্দ্রের ২০২১ সালের প্রশিক্ষণার্থীদের বার্ষিক মান নির্ণয়ের ফল প্রকাশ হয়েছে। প্রশিক্ষণ ক্যাম্পের ৫টি ইউনিট যথাক্রমে মিউনিসিপ্যাল স্কুল, নাসিরাবাদ গভ: স্কুল, জে. এম. সেন. স্কুল, হাতেখড়ি স্কুল এবং প্রমিলা হকি ইউনিটে মোট ১৮০ জন প্রশিক্ষণার্থীর মাঝে এ গ্রেডে-১৯ জন, বি গ্রেডে-১২ জন এবং সি গ্রেডে-২২ জন সহ মোট ৫৩ জন পরবর্তী মাধ্যমিক ও উচ্চতর প্রশিক্ষণ ক্যাম্পের জন্য নির্বাচিত হয়েছে। এদিকে কেন্দ্রের ১ নং ইউনিট মিউনিসিপ্যাল স্কুলের কুশলী ফরোয়ার্ড ইয়াছিন আরাফাত সর্বোচ্চ ৬৮ ভোট পেয়ে ২০২১ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সিজেকেএস প্রথম বিভাগ হকি লিগ সহ কেন্দ্রের বিভিন্ন টুর্নামেন্টে নৈপুণ্য প্রদর্শন করে বর্ষসেরার সম্মান অর্জন করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমহিলা কলেজ চট্টগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচান্দগাঁও কাউন্সিলর কাপ ফুটবলের ফাইনালে মরিয়ম স্মৃতি সংসদ