মুজিববর্ষ সিজেকেএস হকি আম্পায়ার্স রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণী গতকাল ১৯ নভেম্বর বিকালে সিজেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন সিজেকেএস সাধারণ সস্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নিজাম উদ্দীন নিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, যুগ্ম সম্পাদক তরুণ কান্তি ভট্টাচার্য, রিফ্রেশার্স কোর্সের দায়িত্ব পালনকারী আন্তর্জাতিক হকি আম্পায়ার মো. শাহাবাজ আলী। এ কোর্সে চট্টগ্রামের স্থানীয় ১৪ জন হকি আম্পায়ার অংশগ্রহণ করেন।