হকি কেন্দ্রের উদ্যোগে চট্টগ্রামে নতুন হকি আম্পায়ার সৃষ্টির লক্ষে হকি আম্পয়ার্স প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে শীঘ্রই। হকি আম্পায়ারিং এ আগ্রহী চট্টগ্রামের সাবেক হকি খেলোয়াড় যাদের বয়স অনূর্ধ্ব–৩০ বছর তারা এ কোর্সে অংশগ্রহন করতে পারবে। নাম নিবন্ধনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৫। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭১০ ৫৯২০৬৪।