এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে ৬-১৫ মে হতে যাওয়া ৯ দলের এই বাছাই পর্বের গ্রুপিং ও সূচি চূড়ান্ত হয়েছে সোমবার। বাংলাদেশ পড়েছে চার দলের পুল ‘বি’- তে।
যেখানে ইন্দোনেশিয়া ছাড়াও বাংলাদেশের সঙ্গী- শ্রীলংকা ও সিঙ্গাপুর। এশিয়ান র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ছয়টি দল। দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। ১০ মে শ্রীলংকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও ১২মে সিঙ্গাপুরের বিপক্ষে পুলের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৪ মে আসরের দুই সেমি-ফাইনাল ও দুটি স্থান নির্ধারণী ম্যাচ হবে, ফাইনাল ১৫ মে।