এশিয়া কাপ হকি মাঠে গড়ানোর আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটিতে ভারতের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় শনিবার ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। ফিল্ড গোল থেকে বাংলাদেশের পক্ষে ব্যবধান কমান আরশাদ হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার এশিয়া কাপের স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। আট দলের এই আসর শুরু হবে আগামী ২৩ মে।
বাংলাদেশ রয়েছে পুল ‘বি’তে, যেখানে তাদের সঙ্গী মালয়েশিয়া, ওমান ও দক্ষিণ কোরিয়া। পুল ‘এ’ তে রয়েছে ভারত, জাপান, পাকিস্তান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আসরের উদ্বোধনী দিনে কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।












