ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠানরত এএইচএফ কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল শনিবার জেবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত এ খেলায় আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টারে একটু প্রতিরোধ গড়তে পেরেছিল কাজাখস্তান। বাকি তিন কোয়ার্টারে আগ্রাসী হকির পসরা মেলে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এএইচএফ কাপ হকির শিরোপা লড়াইয়ের মঞ্চে রোববারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। তারা অপর সেমি-ফাইনালে শ্রীলংকাকে ২-১ গোলে হারিয়েছে। বাংলাদেশের আশরাফুল চারটি ও খোরশেদুর রহমান দুটি গোল করেন। বাকি দুই গোলদাতা রাসেল মাহমুদ জিমি ও সোহানুর রহমান সবুজ। শেষ দিকে কাজাখস্তানকে একমাত্র গোল এনে দেন আমান ইলুবায়েভ। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে আরও চারবার লক্ষ্যভেদ করে ম্যাচে চালকের আসনে বসে যায় তারা। পিসি থেকে খোরশেদের গোলের পর ৪০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল। এই কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ও খোরশেদের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে জিমি ও সবুজের ফিল্ড গোলে বড় জয় নিশ্চিত হয়। পুল পর্বে ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশ। অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেয় ৭-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারায় দল।