ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ৪–২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের চার গোলদাতা রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুস্কর ক্ষীসা মিমো। এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পেল বাংলাদেশ। পঞ্চম হওয়ার লড়াইয়ে জিমি–মিমোরা মুখোমুখি হবেন ওমানকে ৫–২ গোলে হারানো পাকিস্তানের। গতকাল রোববার খেলার শুরুতেই গোল পান রাসেল মাহমুদ জিমি। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোলে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ। মাঝে ইন্দোনেশিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও আটকাতে পারেনি লাল–সবুজ জার্সিধারীদের। দক্ষিণ কোরিয়ার কাছে ৬–১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২–১ গোলে জিতেছিল। পরে মালয়েশিয়ার কাছেও ৮–১ গোলে হেরে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’–তে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে বসেছিল ঢাকায়। সেবার চীনের বিপক্ষে ৩–৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে জিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। সেখানে জাপানের কাছে ৪–০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ।