হংকংয়ে অনুষ্ঠিত সিক্স এ সাইড ক্রিকেটের গতকালের প্রথম ম্যাচে ওমানকে হারালেও পরের ম্যাচে শ্রীলংকার কাছে হেরে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল ওমানকে হারিয়েছে ৩৪ রানে। পরের ম্যাচে শ্রীলংকার কাছে হেরে গেছে ১৮ রানে। তারপরও একটি জয় এবং একটি হারে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। ছয় ওভার ও ছয় জনের ম্যাচে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ। পরে ১১৩ রানে অলআউট হয়ে যায় ওমান। বাংলাদেশের হয়ে ১২ বলে ১ চার ও ৮ ছক্কায় ৫৫ রান করে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রিটায়ার্ড হন জিশান আলম। ৯ বলে ২৬ রান করেন আরেক ওপেনার ইয়াসির আলি। এছাড়া ১২ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৫৫ রান করেন সাইফউদ্দিন। রান তাড়া করতে নেমে ওমানের পক্ষে ৮ বলে সর্বোচ্চ ২৯ রান করেন বিনায়েক শুক্লা। বাংলাদেশের পক্ষে ১ ওভারে ১২ রান দিয়ে দুই উইকেট নেন জিশান। সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার রনি একটি করে উইকেট নিয়েছেন।
দিনের পরের ম্যাচে শ্রীলংকা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৪৮ রান করেন মাধুশাংকা। ১২ বলে ৩২ রান করেন থানুকা দাবারে। ৬ বলে ১৮ রান করেন বিরাক্কেডি। বাংলাদেশের পক্ষে ৬ রানে ২টি উইকেট নিয়েছেণ জিসান আলম। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ দল নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইফুদ্দিন ১৭ বলে করেন ৪২ রান। তিনি একটি চার এবং ৫টি ছক্কা মারেন। ১৩ বলে ২৭ রান করেন জিসান আলম। সাত বছর পর গতকাল থেকে হংকংয়ে শুরু হয়েছে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট। চারটি গ্রুপে এবার মোট ১২টি দল অংশ নিচ্ছে। ৬ ওভারের এই টুর্নামেন্টে আছে ছয়জনের বাংলাদেশ দলও। আগামীকাল ৩ নভেম্বর সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।