হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। তবে প্রথম দিনের প্রথম সেশনেই বাগড়া দিয়েছে বৃষ্টি। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হয়েছিল ঘণ্টাখানেক পর। হালকা বৃষ্টির মধ্যে অনুশীলন শুরু হলেও মিনিট পনের পর তুমুল বৃষ্টি আর বজ্রপাতের কারণে খেলোয়ড়াদের নিয়ে মাঠ ত্যাগ করেন হ্যাভিয়ের ক্যাবরেরা। ক্যাম্পের জন্য ক্যাবরেরার প্রাথমিক তালিকা ছিল ২৮ জনের। গত সোমবার ক্যাম্পে যোগ দেওয়ার দিন সেই তালিকায় যোগ হন মোহামেডানের তরুন ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। যদিও মোহামেডানের ৬ ফুটবলার ক্যাম্পের প্রথম দিন যোগ দেননি । কারন ক্লাব তাদের ছাড়েনি । তবে গতকাল মঙ্গলবার রাতে মোহামেডানের খেলোয়াড়দের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তার দলে আরো একজন যোগ করেছেন। আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেনও ছিলেন গতকাল প্রথম দিনের অনুশীলনে। এদিন যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও। গতকাল সকালে তিনি ঢাকায় এসেছেন। প্রাথমিক ক্যাম্পের ৩০ ফুটবলারের মধ্যে এখন অপেক্ষা দুই তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমের। ৬ অক্টোবর ঢাকায় আসবেন হামজা ও পরের দিন যোগ দেবেন শামিত। আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি। ৭ অক্টোবর ঢাকায় আসবে হংকং। দুই দলের ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ে। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপে তৃতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে ভারত চারে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং।