হংকং প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ আলীর ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাসিন্দা হংকং প্রবাসী ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোহাম্মদ ইউসুফ আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)। গতরাতে স্থানীয় সময় বারোটা নাগাদ হংকং এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি সীতাকুণ্ড পৌরসভার দোয়াজীপাড়া গ্রামে। তার অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধরত্না চৌধুরী
পরবর্তী নিবন্ধই কমার্সে বইয়ের বাজার জনপ্রিয় হয়ে উঠেছে