হংকংয়ে বহুতল ভবনে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

২৪ ঘণ্টা পরও ৩২তলা ভবনগুলোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা বড় ধরনের আগুন এখনও নেভেনি। এই আগুনে অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০ জনের মতো নিখোঁজ রয়েছেন। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, চরম অবহেলাকারী নির্মাণ কোম্পানিগুলি অনিরাপদ উপকরণ ব্যবহার করায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। তারপর প্রায় ২৪ ঘণ্টা পরও দমকল কর্মীরা ৩২তলা ওই ভবনগুলোর ওপরের তলাগুলোতে সম্ভাব্য আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছতে বেগ পাচ্ছেন।

তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে তাদের উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে, জানিয়েছে রয়টার্স। পুলিশ আরও জানায়, ভবনগুলো সুরক্ষার জন্য ব্যবহার করা মেশ শিট ও প্লাস্টিক দিয়ে ঘেরা যেগুলো সম্ভবত অগ্নিকাণ্ড প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং মোকাবিলার জন্য নির্ধারিত মানের উপযুক্ত নয়। ক্ষতিগ্রস্ত হয়নি এমন একটি ভবনের কিছু জানালা ফোম উপাদান দিয়ে আটকানো, এগুলো বছর ধরে রক্ষণাবেক্ষণের কাজ করা একটি নির্মাণ কোম্পানি লাগিয়েছে। হংকংয়ের এক পুলিশ সুপার আইলিন চুং বলেছেন, আমাদের বিশ্বাস করার কারণ আছে যে কোম্পানিটির দায়িত্বশীল পক্ষগুলো চরম অবহেলা করেছিল, যা এই দুর্ঘটনার দিকে নিয়ে গেছে এবং আগুন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ার কারণ হয়েছে।

যার ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, তাদের অবহেলার কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় এসব মৃত্যু হয়েছে সন্দেহে নির্মাণ কোম্পানিটির দুই পরিচালক ও এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে পুলিশ কর্মকর্তারা ওই নির্মাণ কোম্পানির দপ্তরে তল্লাশি অভিযান চালিয়ে ওয়াং ফুক কোর্ট নাম উল্লেখ থাকা সব নথি জব্দ করেছে, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এসব বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোম্পানিটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। হংকংয়ের উত্তরাংশের তাই পো এলাকার গায়ে গায়ে লাগানো ওই আটটি ব্লকে প্রায় ২০০০টি অ্যাপার্টমেন্ট আছে। ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল। এখানে ৪৬০০ জনেরও বেশি মানুষ বসবাস করতো।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালের মধ্যে তারা সাতটি ব্লকের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, বাকি তিনটি ব্লকেও অভিযান চলছে। আগুন লাগার প্রায় ২২ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে আসা একটি ভিডিওতে দেখা গেছে, সবুজ নির্মাণ বেড়া ও বাঁশের ভারা দিয়ে ঘেরা ৩২তলা ভবনগুলোর মধ্যে অন্তত দুইটি থেকে আগুনের শিখা তখনও লাফিয়ে উঠছে। ঐতিহ্যবাহী চীনা নির্মাণশৈলীতে বাঁশের ভারা একটি প্রধান অবলম্বন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে মার্চ থেকে হংকংয়ে এর ব্যবহার বন্ধ করা শুরু হয়েছে। যে ৫৫ জন মারা গেছেন তাদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন।

আহতদের মধ্যে ৪৫ জন হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার আগে হংকং পুলিশ এসব তথ্য জানিয়েছে। হংকয়ের নেতা জন লি সাংবাদিকদের বলেছেন, আগুন নেভানো ও আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে আহতদের সব ধরনের সহযোগিতা দেওয়া। তৃতীয় অগ্রাধিকার ক্ষতিগ্রস্তদের সমর্থন দিয়ে দুর্যোগ কাটিয়ে ওঠা। তারপর আমরা ব্যাপক তদন্ত শুরু করবো। এখনও পর্যন্ত ২৭৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন এবং ৯০০ জন আটটি আশ্রয় কেন্দ্রে আছেন বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধপটিয়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল