সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৬ টাকা

| সোমবার , ২৭ জুন, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

তিন দফায় ৫৫ টাকা বাড়ানোর পর সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। গতকাল রোববার প্রতি লিটার বোতলজাত তেল ১৯৯ টাকা দরে বিক্রির কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। খবর বিডিনিউজের।

আজ থেকে বাজারে এ দর কার্যকর হবে বলে জানিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও আমাদানিকারকদের সংগঠনটি। নতুন দর অনুযায়ী, পাঁচ টাকা কমে প্রতি লিটার সয়াবিন তেল খুচরায় ১৮০ টাকা, ছয় টাকা কমে বোতলজাত তেল ১৯৯ টাকা এবং ১৭ টাকা কমিয়ে ৫ লিটার বোতল ৯৮০ টাকা মূল্যে বিক্রি করা হবে।

এর আগে সবশেষ ৯ জুন সংসদে বাজেট প্রস্তাবের দিন প্রথমবারের মত বোতলজাত সয়াবিনের দাম সাত টাকা বাড়িয়ে লিটার প্রতি ২০৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

ব্যবসায়ীদের দাবি মুখে চলতি বছরে ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত চলতি বছরে তিন দফায় লিটার প্রতি ৫৫ টাকা বাড়ানো হয়েছিল। তবে গত কয়েকদিন থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম নিম্নমুখী হয়ে পড়ায় দাম কমানোর বিষয়টি আলোচনায় ছিল।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের