সয়াবিন আমদানিতে ৫% ভ্যাটও প্রত্যাহারের সুপারিশ

| বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

সয়াবিন তেলের বাজারে অস্থিরতা থামাতে আমদানিতে যে ৫ শতাংশ ভ্যাট এখন বহাল রয়েছে, তাও প্রত্যাহারের সুপারিশ জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। গতকাল বুধবার মতবিনিময় সভায় তিনি এর পাশাপাশি রাইস ব্র্যান, সানফ্লাওয়ার ও ক্যানোলাসহ যে কোনো ধরনের ভোজ্যতেল করমুক্তভাবে আমদানির সুযোগ দেওয়ার পক্ষেও বলেছেন তিনি।

মহামারীর মধ্যে ভোজ্য তেলের বাজারে যে অস্থিরতার শুরু হয়েছিল, তিন মাস আগে ইউক্রেন যুদ্ধের পর তা আরও চড়তে থাকে। এই পরিস্থিতিতে প্রথমে ভোজ্য তেল পরিশোধন পর্যায়ে ১৫ শতাংশ এবং বিপণন পর্যায়ে ৫ শতাংশসহ মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়। খবর বিডিনিউজের।

এরপর আমদানি পর্যায়েও ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়। এরপরও এই মাসের শুরুতে সয়াবিন তেলের দাম লিটারে ৪০ টাকা বেড়েছে। এই পরিস্থিতিতে সয়াবিন আমদানিতে বাকি ৫ শতাংশ ভ্যাটও তুলে নিতে সরকারকে সুপারিশ করলেন এফবিসিসিআই সভাপতি।

ভোজ্য তেলের আমদানি, মজুদ, সরবরাহ, ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে জসিম আরো বলেন, বিশ্ব বাজার পরিস্থিতির কারণে দেশের বাজারে ভোজ্য তেল নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা সামাল দেওয়ার জন্য বর্তমানে আমদানি পর্যায়ে যে ৫ শতাংশ ভ্যাট আছে, তাও তুলে দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

মতিঝিলে ফেডারেশন ভবনে এই মতবিনিময় সভায় ভোজ্য তেল আমদানিকারকদের মধ্যে টি কে গ্রুপের পরিচালক মো. শফিউল আতহার তাসলিম, এস আলম গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন এবং সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত
পরবর্তী নিবন্ধবিনামূল্যের চাল নেওয়ার লোক ‘পাওয়া যায় না’ : কৃষিমন্ত্রী