বাংলাদেশে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না দেশের আয়তন, এই বিপুল পরিমান জনসংখ্যার যোগাযোগব্যবস্থা সহজ করতে তৈরি হচ্ছে নতুন সড়ক ও এক্সপ্রেসওয়ে, কিন্তু তাতেও কমে নি জনদুর্ভোগ, সড়ক প্রতিনিয়ত হচ্ছে দখল, অপরিকল্পিতভাবে যত্রতত্র বসানো হচ্ছে অস্থায়ী দোকান এতে করে বিঘ্ন হচ্ছে যান চলাচল, সড়কেই দেখা যাচ্ছে বালুর স্তুপ, বৈদ্যুতিক খুঁটি। অপরিকল্পিতভাবে বসানো হচ্ছে ডাস্টবিন, এতে বিশ্রি দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে, ডাস্টবিনের ময়লা চলাচলপথ রাস্তায় সয়লাব হচ্ছে, রাস্তা যেন বাড়ির আঙ্গিনা হিসেবে ব্যবহৃত হচ্ছে, কন্সট্রাকশনরত বিল্ডিং এর কাজে ব্যবহৃত রড, সিমেন্ট, ইটের স্তূপ রাস্তা দখল করে রাখা হচ্ছে যত্রতত্র এতে করে প্রতিনিয়ত জনদুর্ভোগ ও ভোগান্তি হচ্ছে পথিক ও জনসাধারণের, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বঙ্গমাতা‘ বিখ্যাত কবিতার শেষ দুই পঙক্তি,যেখানে তিনি বলেছেন ‘রেখে গেছো বাঙ্গালী করে মানুষ করো নি’ যেখানে কবি দেশকে (মা তথা জননী) অভিযোগ করছেন যে তিনি কেবল ‘বাঙালি’ করে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে মানুষ করে গড়ে তোলেননি, অর্থাৎ তাদের প্রকৃত আত্মিক ও চারিত্রিক বিকাশ ঘটাননি। এ যেন দেখার কেও নেই! জনসাধারণ আজ জিম্মি! প্রশ্ন জাগে এর সমাধান হবে কি?
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ রাকিবুল ইসলাম
শিক্ষার্থী
সাংবাদিক ও গণমাধ্যম বিভাগ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম।










