‘দোহাজারী সড়ক বিভাগের ’ নাম পরিবর্তনের প্রতিবাদে এবং নাম পুনর্বহালের দাবিতে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী পৌরসদর ও দোহাজারী সড়ক বিভাগের সামনে পৃথক এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হিসেবে স্বীকৃত দোহাজারী। যুগ যুগ ধরে দোহাজারীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়ে আসছে। তারই বহিঃপ্রকাশ দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন। যড়যন্ত্রকারীরা শুধু নাম পরিবর্তনই নয় দোহাজারী সড়ক বিভাগকে অন্যত্র স্থানান্তরের পথ পরিস্কার করেছে। মুক্তিযুদ্ধ ও মোগল আমলের অনেক স্মৃতি বিজড়িত দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন কোনভাবেই মেনে নিবেনা দোহাজারী ও কালিয়াইশবাসী। আন্দোলনের মাধ্যমে দোহাজারী সড়ক বিভাগের নাম পুনর্ববহাল করা হবে। দাবি মানা না হলে প্রয়োজনে মহাসড়ক অবরোধসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নাগরিক কমিটির সহ–সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা আ.লীগের সভাপতি আবদুল শুক্কুর, উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য নবাব আলী, এসএম নাসির উদ্দিন বাবলু, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, মো. লোকমান হাকিম।