সড়ক পরিবহন চালক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের সড়ক ও চালকের মান উন্নয়নে চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ২৬ ডিসেম্বর সকালে হালিশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সদস্য সচিব মোঃ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সড়কে চালকের মান উন্নয়ন ও ট্রাফিক স্টিটেম, আইনশৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে সর্বস্তরের গণমানুষের সহায়তা কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ বরকত উল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের প্রধান আহ্বায়ক জুয়েল শিকদার, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন, রাজশাহী বিভাগীয় আহ্বায়ক আলী হোসেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ ফরাজী, জেলা কমিটির আহ্বায়ক মোঃ সোহেল রানাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে চালক ও ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয় সাধন করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। সর্বস্তরের গণমানুষের সহায়তায় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকের মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবিক মূল্যবোধে প্রত্যেক শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধঅসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান