সড়ক পরিবহন ও আন্তঃজিলা বাস মালিক সমিতির প্রতিবাদ সভা

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের প্রতিবাদ সভা নাজির আহমদ চৌধুরী সড়কে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সংগঠনের সভাপতি জহুর আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মাহবুবুল হক মিয়া, অতি. মহাসচিব মো. ইউনুস, চট্টগ্রাম আন্তঃজিলা বাস মালিক সমিতির উপদেষ্টা ও ওয়ার্ড কমিশনার গোলাম মোহাম্মদ জোবায়ের, কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি নুরুল ইসলাম, মো. জাফর উদ্দিন, আবুল বাসেদ জাবেদ, নুরউদ্দিন হোসেন নুরু, মিজানুর রহমান, শহীদুল ইসলাম শমু, মো. আনিস, মারুফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তরা বলেন, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের বাণিজ্য মন্ত্রণালয় শাখা রেজি. নং- টিও চট্ট-৩১ নাম ব্যবহার করে পরিবহন ব্যবস্যার সাথে জড়িত কিছু সংখ্যক অসাধু ব্যক্তি নিজের স্বার্থসিদ্ধি করার জন্য উক্ত সংগঠনের শীর্ষপদের লোক দাবি করে বার বার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি আকারে সংবাদ প্রকাশ করে আসছে।

উক্ত লোকগুলো ইতিপূর্বেও কথিত কমিটির নাম করে এমনতর অপতৎপরতা চালায়। বর্তমানে আবারো উক্ত অপশক্তি একত্রিত হয়ে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন সালাম
পরবর্তী নিবন্ধজাতির সক্ষমতা ও মর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু