বাংলাদেশের সড়ক যেন প্রতিদিনই রূপ নিচ্ছে মৃত্যুর মঞ্চে। বেপরোয়া যান চলাচল, অব্যবস্থাপনা, ট্রাফিক আইন অমান্য এবং সচেতনতার ঘাটতির কারণে প্রতিদিনই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। প্রতিদিন কোনো না কোনো পরিবার হারাচ্ছে তাদের প্রিয় মানুষকে। বাসা থেকে বের হলে আর নিরাপদে ঘরে ফেরা যাবে এমন নিশ্চয়তা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। গত রবিবার চট্টগ্রাম নগরীর ২ নং গেট এলাকায় ঘটে যায় আরেকটি হৃদয়বিদারক ঘটনা। মহসিন কলেজের মেধাবী শিক্ষার্থী তামজিবা সাইফুল তিশমা (১৮) বাস থেকে নামার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বাস থেকে নামার মুহূর্তে অসচেতনভাবে আসা আরেকটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারাত্মক আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিশমার অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। তিশমার মতো কত শত প্রাণ অকালে ঝরে যাচ্ছে প্রতিদিন। প্রশ্ন জাগে এই মৃত্যু উৎপাদন কারখানার শেষ কোথায়? এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ জাবেদ জাহাঙ্গীর
শিক্ষার্থী,
সাংবাদিক ও গণমাধ্যম বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।