চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনা সৃষ্টির ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সরকার সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সড়ককে নিরাপদ করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সড়ক ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন, দক্ষ চালক তৈরি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর, টেকসই ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
গতকাল বুধবার সকালে চসিকের অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে ব্লুমবার্গ ফিনেল থ্লোফিসের সাথে সড়ক নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআইজিআরএস এর মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিআইজিআরএস সমন্বয়ক মো. আবদুল ওয়াদুদ, চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. কাজী হুমায়ুন রশিদ, আরএইচডি মো. নিজাম উদ্দিন, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শাহিনুল ইসলাম, বিপ্লব দাশ। উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আশিকুল ইসলাম, ফরজানা মুক্তা, আনোয়ার জাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












