সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই

ডায়মন্ড সিমেন্ট-নিরাপদ সড়ক চাই আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:৩৩ অপরাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার বিকল্প নেই। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা আজ দেশের জন্য এক অনাকাঙ্ক্ষিত মরণফাঁদে পরিণত হয়েছে। একটি দুর্ঘটনা কেবল একজন মানুষের জীবনকেই কেড়ে নেয় না, বরং তার পুরো পরিবারের জীবনে অপূরণীয় ক্ষতির সৃষ্টি করে। তাই এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক ব্যবস্থার উন্নয়ন। তিনি বলেন, নিরাপদ গতি বজায় রাখা ও মানসম্মত হেলমেট ব্যবহারই দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও দৃষ্টি চট্টগ্রামের সহযোগিতায় এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ শীর্ষক দিনব্যাপী ডায়মন্ড সিমেন্টনিরাপদ সড়ক চাই আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব। স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের জিএম আব্দুর রহিম, রেস্টুরেন্ট ও ট্যুরিজম ব্যবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, দীপংকর দাশ বাবু, মুন্না মজুমদার। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ৮টি শিক্ষা প্রতিষ্ঠান হলো সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন বিতর্ক সংগঠনের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজটিল অপারেশনের ক্ষেত্রে দক্ষ টিম ও উন্নত অপারেশন থিয়েটার ব্যবহারের পরামর্শ
পরবর্তী নিবন্ধগঠনমূলক পজিটিভ রাজনীতি করার শিক্ষা সবাইকে নিতে হবে