সড়ক দুর্ঘটনা রোধে দরকার সচেতনতা ও আইনের প্রয়োগ

চেরাগী পাহাড় চত্বরে মানববন্ধন

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

সড়ক-মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। মহাসড়কে দুর্ঘটনা রোধে কঠোর আইন বাস্তবায়নের দাবিতে গতকাল বিকাল ৪টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চসিক প্রাক্তন প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সড়ক দুর্ঘটনা সীমাহীন বেড়েছে। গত এক মাসে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সত্তর ব্যক্তির প্রাণহানি ঘটেছে। গত ১৫ ফেব্রুয়ারি সিএনজি ট্যাক্সির ধাক্কায় নিহত হয়েছে চট্টগ্রামের চিকিৎসক ডা. সামিনা। এছাড়া গত ৮ ফেব্রুয়ারি চকরিয়ায় পিকআপের ধাক্কায় একই পরিবারের পাঁচ ব্যক্তির প্রাণহানি ঘটেছে সড়ক দুর্ঘটনায়।
বক্তারা বলেন, প্রতিদিন বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। আমরা আর লাশ দেখতে চাই না। সড়ক মহাসড়কে দ্রুত দুর্ঘটনা বন্ধ করতে হবে। বেপোয়ারা গাড়ি চালকদের প্রশাসনকে কঠোর হস্তে দমন করতে হবে। ফিটনেন্স বিহীন ও লাইসেন্স বিহীন গাড়িগুলো আইনের আওতায় আনতে হবে। লাইসেন্স বিহীন অনেক তরুণ কিশোর যানবাহন চালাচ্ছে। এদের কোন প্রশিক্ষণ নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, কোন রকম গাড়ি চালাতে পারলেই এরা হয়ে ওঠে মহাসড়কের বিখ্যাত চালক। তাদের বেপোয়ারা গাড়ি চালানোর দায়ে সড়কের মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ অনিয়ম চলতে পারে না। সরকারকে কঠোর হতে হবে। ফিটনেস বিহীন যানবাহন চালকদের আইনের আওতায় এনে সড়ক-মহাসড়কে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শফর আলী। বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস। চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, সুমন দেবনাথ, হাবিবুর রহমান হাবিব, কামাল উদ্দীন চৌধুরী, আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, সরোয়ার উদ্দীন, ওসমান গণি, মোহাম্মদ হোসেন, হাজী ছিদ্দীক আহমেদ, এম এ সালাম, রাশেদুল হক খোকন, রোজী চৌধুরী, সামশুল হায়দার তুষার, সন্তোষ নন্দী, পারভীন আক্তার চৌধুরী, লায়ন ইয়াসমিন কবির, হাজী মহিউদ্দীন, সাংবাদিক হারুন রশিদ, রিমন মহুরী, দিলীপ হোড়, সরিৎ চৌধুরী সাজু, সুমন বড়ুয়া, সুফি মোহাম্মদ ইউসুফ, শাহ আলম, জাফর আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের মাঝে দুর্বার তারুণ্যের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধকুতুব শরীফ দরবারে বার্ষিক ওরশ আজ