সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

মীরসরাই চকরিয়া ও পেকুয়া

আজাদী ডেস্ক | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

মীরসরাই, চকরিয়া ও পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মীরসরাইয়ে মারা গেছেন ২ জন। অন্য দুই জন চকরিয়া ও পেকুয়ায়।

আমাদের মীরসরাই প্রতিনিধি জানান, গতকাল দুপুর ১২টায় উপজেলার সুফিয়া রোড এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের ধাক্কায় আছিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। ধারণা করা হচ্ছে, মস্তাননগর হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকাল ৭টার দিকে উপজেলার বারইয়ারহাট ইউটার্ন এলাকায় ট্রাকের সাথে পিকআপের ধাক্কায় পথচারি কামাল হোসেন ( ৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। কামাল হোসেন পূর্ব হিঙ্গুলী গ্রামের আবুল হোসের পুত্র। তিনি বারইয়াহাট বাজারের একটি দোকানে চাকুরি করতেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। দুর্ঘটনা কবলিত পিকআপ ও ট্রাকটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

চকরিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। তিনি ছিলেন দুবাই প্রবাসী। সমপ্রতি দেশে আসেন। গতকালস দুপুর সাড়ে বারোটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের কাছে রিংভং ছগিরশাহ্‌ কাটা মসজিদের সামনে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত দুবাই প্রবাসী যুবকের নাম শফিউল আলম আয়াজ (২৮)। তিঁনি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার মো: সেলিম উদ্দিনের বড় পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান। তিনি বলেন, দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী হানিফ বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

পেকুয়া প্রতিনিধি জানান, পেকুয়ায় সিএনজি টেক্সির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল দুপুর দেড়টার দিকে মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনাস্থ চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ছেনু বেগম (৪২) একই এলাকার রহমত উল্লার স্ত্রী। জানা যায়, দুপুর দেড়টার দিকে গৃহবধূ ছেনু বেগম স্থানীয় মুদির দোকান থেকে কেনাকাটা করে রাস্তা পারাপারের সময় একটি সিএনজি টেক্সি তাকে ধাক্কা দেয়। এতে গৃহবধূ ছেনু বেগমের মেরুদণ্ডে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে পেকুয়া নূর হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহরণকারীদের আস্তানা থেকে পালিয়ে এলেন এক ব্যক্তি
পরবর্তী নিবন্ধব্যারিস্টার আনিসের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫