ফটিকছড়ি, সীতাকুণ্ড ও লোহাগাড়ায় সড়কে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কোরবান আলী (৩৭) ও সুমন সাহা (২৬)
ফটিকছড়ি প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কাঞ্চননগর টু ফটিকছড়ি সড়কে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় কোরবানি আলী নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত কোরবান দক্ষিণ কাঞ্চন নগর মালেক শাহ মাজার সংলগ্ন বলীর বাপের বাড়ির ফজল সওদাগরের ছেলে। আহতরা হলেন আবুল ফয়েজ ও জয়নাল আবেদীন। দুর্ঘটনার পর পথচারীরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। স্থানীয় ইউপি সদস্য রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় সুমন সাহা নামে এক যুবক। গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলার পন্থিছিলা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ছোট দারোগারহাটের পশ্চিমে আবু পুকুর এলাকার তপন সাহার পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। ট্রাকটি আটক করা হয়েছে।
লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ার পুটিবিলায় মালবাহী ট্রলির (পাওয়ার ভ্যান) সাথে ব্যাটারিচালিত রিকশার মুখোমুখী সংঘর্ষের ৬ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে দরবেশহাট ডিসি সড়কে ইউনিয়নের এম.চর হাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় আবু হায়াত (১৭), আল আমিন (১৮), মো. আরাফাত (২০) ও সুজন (২১)। আহত অন্য দুজনের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কেয়াজুপাড়া বাজারমুখী মালবাহী ট্রলির সাথে বিপরীত যাত্রীবাহী ব্যাটারিচালিত রিকশার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রলি ও রিকশায় থাকা ৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এম.চর হাট বাজারে চিকিৎসাসেবা দেন। ধারণা করা হচ্ছে, মালবাহী ট্রলির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহতদের বর্তমান অবস্থা বা কোথায় চিকিৎসাসেবা নিচ্ছেন সে ব্যাপারে জানাতে পারেননি তিনি।