সড়ক দুর্ঘটনায় সুইডেনের বিতর্কিত কার্টুনিস্টের মৃত্যু

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

নবী মুহম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র এঁকে বিতর্কের ঝড় তোলা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সুইডেনের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভিকস পুলিশের একটি বেসামরিক গাড়িতে করে ভ্রমণ করার সময় দক্ষিণ সুইডেনের মারক্যারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ভিকস ও আরও দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ট্রাকের চালক আহত হন। বিতর্কিত কার্টুনকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির মধ্যে থাকা ভিকস (৭৫) পুলিশি সুরক্ষার মধ্যে বসবাস করতেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত শিশু মোহনা
পরবর্তী নিবন্ধযেভাবে কর এড়িয়েছেন ব্লেয়ার দম্পতি