পটিয়া ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপরে সীতাকুণ্ডের বাড়কুণ্ড বাজারে ও বিকালে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন মো. সাব্বির (৫) ও বিষ্ণু চন্দ্র মন্ডল (২৫)।
পটিয়া প্রতিনিধি জানান, দ্রুতগামী পিকআপের ধাক্কায় মো. সাব্বির নামে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হসপিটাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেন। নিহত সাব্বির সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের আবদুর রহমানের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হসপিটাল এলাকায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি পিকাআপের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় শিশু সাব্বির। ঘটনার সময় চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত শিশুর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে। নিহতের পিতা আবদুর রহমান পেশায় বাসের হেলপার। তারা কুসুমপুরা এলাকায় একটি ভাড়াবাসায় থাকেন।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বিষ্ণু চন্দ্র মন্ডল নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাড়কুণ্ড বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিষ্ণু চন্দ্র মন্ডল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নুরপুর গ্রামের অনিল চন্দ্র মন্ডলের পুত্র। সে দোকানের সেইলম্যান হিসাবে চাকুরী করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সেইলম্যান বিষ্ণু রোববার দুপুরে মালের অর্ডার নিয়ে বাডকুণ্ড বাজারে আসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। বারআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।