মীরসরাইয়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা আরও একজন আহত হয়। গতকাল শনিবার বিকেলে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকার চলমান পেট্রোল পাম্প সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
তিনি ওষুধ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মীরসরাই এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়াতে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে চলন্ত অবস্থায় মোটরসাইকেল ম্লিপ করে পড়ে গিয়ে ঘটনাস্থলে মাহবুব নিহত হন। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ প্রয়োজনীয় কার্যক্রম শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।