সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম সোহাগ মণি (২৭)। তিনি ধলঘাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মোক্তার আহমদের পুত্র। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় মহেশখালীর চালিয়াতলী-মাতারবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল নিহত সোহাগ মনি বদরখালী বাজার থেকে চালিয়াতলী – মাতারবাড়ি সড়ক দিয়ে টমটম গাড়ি যোগে বাড়ি ফিরছিলেন। টমটমটি নির্মাণাধীন সড়কের ডাইভারশন রোডে উল্টে গেলে মারাত্মক আহত হন তিনি।

এসময় পথচারীরা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ মনি ধলঘাটার সুতরিা বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধইস্টার্ন রিফাইনারিকে সম্মাননা
পরবর্তী নিবন্ধউসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের সাধারণ সভা