সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন (ইন্না… রাজিউন)। সোমবার মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অকালে চলে যান। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি। এই নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন আশা।
তিনি জানান, দারুস সালাম এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। এক খবরে বলা হয়েছে, সে সময় তিনি শুটিং থেকে বাসায় ফিরছিলেন। আশার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে লেখেন, আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামের এই মেয়েটি অভিনয় করেছেন, তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন। আশার আত্মার মাগফেরাত কামনা করছি। আশা ইডেন কলেজে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন। থাকতেন রূপনগরে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে।
রাজধানীর দারুসসালাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহান আহমেদ বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি তিনি একটি বেসরকারি বায়িং হাউসে চাকরি করতেন। এছাড়া তিনি অভিনয় করতেন বলেও তার পরিবার জানিয়েছে।
শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের সুবাদে ছোটপর্দায় নাম লেখান আশা চৌধুরী। তারপর থেকেই শোবিজে নিয়মিত কাজ করেছেন এই অভিনেত্রী। সমপ্রতি আশা অভিনয় করেছেন রোমান রুনির ‘দ্য রিভেঞ্জ’ ও ‘এক ফালি রোদ’, জয় সরকারের ‘ওল্ড ইজ গোল্ড’, কামরুজ্জামান পুতুলের টেলিছবি ‘স্বপ্নে বিভোর বাবা’সহ বেশ কিছু নাটকে।