সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

রাঙামাটি ও মীরসরাই

রাঙামাটি ও মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

রাঙামাটি ও মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরের ১ নং ব্রিজ এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়। অন্যদিকে রাতে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়।
রাঙামাটি প্রতিনিধি জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন।

নিহতরা রাঙামাটির একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত সার্জেন্ট বলে জানা গেছে। নিহতরা হলেন ইসা রুহুল্লাহ (৪০) ও দাউদুল হাসান (৩৯)। এদের মধ্যে দাউদুল হাসানের বাড়ি ভোলা সদরের কালিবাড়ি এলাকায়। ইসা রুহুল্লাহর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর গ্রামে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় এবং পুলিশ জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা বাসের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন মারা গেলেও অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর সড়কে ড্রাম ট্রাক চাপায় আরাফাত হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে বঙ্গবন্ধু শিল্পনগরের ১ নং ব্রিজের দক্ষিণ পাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ফেনী জেলার সোনাগাজী উপজেলার মো. মোশাররফ হোসেনের পুত্র। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, বঙ্গবন্ধু শিল্পনগর সড়কে একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহী আরাফাত হোসেন সড়কে ছিটকে পড়েন। এ সময় তার মাথার ওপর দিয়ে ট্রাকটির চাকা চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ও মোটরসাইকেলটি বঙ্গবন্ধু শিল্পনগর পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৬৬ কিলোমিটারের ১৮ স্পটে তীব্র যানজট
পরবর্তী নিবন্ধবিএনপি মিথ্যাবাদীই নয়, জালিয়াত রাজনৈতিক দল : তথ্যমন্ত্রী